১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

0
106

মনিরুল হক, কোচবিহারঃ

woman protest | newsfront.co
নিজস্ব চিত্র

জব কার্ড থাকা সত্ত্বেও একশো দিনের কাজ পাচ্ছেন না বলে অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে এসে সরব হলেন একদল বাসিন্দা। আজ চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮/৭৫ নম্বর বুথে ওই ঘটনা ঘটেছে। যদিও বাসিন্দারা আসার আগেই পঞ্চায়েত সদস্য বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান বলে অভিযোগ।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বয়স্ক মহিলার মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার জঙ্গিপুর মহকুমা হাসপাতাল, নিগৃহীত সুপার

এদিন বিক্ষোভ দেখাতে আসা বাসিন্দাদের অভিযোগ, ওই গ্রামে অনেকেই ২৮ দিন করে একশো দিনের কাজ পাচ্ছেন। আবার অনেকের জব কার্ড থাকার পরেও কাজ পাচ্ছেনা। এর আগে কাজ চেয়ে একাধিকবার পঞ্চায়েত সদস্যের কাছে আবেদন জানিয়েছেন। প্রত্যেক বার আশ্বাস দেওয়ার পরেও শেষ পর্যন্ত কাজ দেওয়া হয়নি বলে ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ।

এদিন বিক্ষোভ দেখাতে আসা সীমা সরকার নামে এক বাসিন্দা বলেন, “এই লকডাউনে বাইরে কোন কাজ পাচ্ছিনা। ফলে কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। এই অবস্থায় একশো দিনের কাজ আমাদের একমাত্র ভরসা। কিন্তু সেটা থেকেও পঞ্চায়েত আমাদের বঞ্চিত করে রেখেছে। তাই আজ বাড়িতে এসে ক্ষোভ দেখাতে বাধ্য হলাম।”

অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব দাস ওই সময় বাড়িতে না থাকায় অভিযোগ নিয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here