নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের ১নং মহিশস্থলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন ডাঙ্গাপাড়া এলাকার ১ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। গ্রামবাসীরা বলেন দীর্ঘদিন থেকে পঞ্চায়েত প্রধান, স্থানীয় মেম্বারকে জানিয়েও কোন লাভ হয়নি। ভোট আসে ভোট যায়, নেতারা দিয়ে যায় কথা।
কিন্তু সেই কথা কথায় থেকে যায়, কাজ হয়না কিছুই। আর এক গ্রামবাসী বলেন দীর্ঘদিন থেকে এই রাস্তা খারাপ। গ্রামের রাস্তা এখনও রয়ে গিয়েছে মোরামের। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করছেন গ্রামীণ উন্নোয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামের সমস্ত রাস্তা ঢালায় করে দেওয়া হবে। কিন্তু কাজ হচ্ছে কোথায়? গ্রামবাসীরা বলেন, মেম্বারকে বললে বলে “এই রাস্তা আমরা করতে পারবোনা, যা হচ্ছে হোক।”
আরও পড়ুনঃ ভগবানপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তাই আজ গ্রামবাসীরা রাস্তা ঠিক করার দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করে এবং বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে। আর এক গ্রামবাসী বলেন এই রাস্তা দিয়ে যাতায়াত করে মোটরসাইকেল , টুকটুক। প্রায়ই ঘটে যায় দুর্ঘটনা, তবুও হুঁশ নেই প্রশাসনের। এই রাস্তা কি আদৌ কোনদিন ঠিক হবে, এই নিয়ে প্রশ্ন থেকেই যায় গ্রামবাসীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584