ট্রাক বোঝাই আইসিডিএসের চাল, ডাল আটক এলাকাবাসীর

0
46

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ তুলে চাল বোঝাই গাড়ি আটকালো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়া হয়।

villager protest in school | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে এমনই কারচুপি করা হচ্ছে। শুক্রবার এই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর শ্মশান পাড়া আইসিডিএস সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

বিষয়টি তদারকি করে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগরে দেন। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ নবনিযুক্ত টিআইসিকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

এলাকাবাসীদের অভিযোগ এই কারচুপি দীর্ঘদিনের। বরাদ্দ চাল মেপে দেখা হয় যেখানে ৫০ কেজি চাল দেওয়ার কথা রয়েছে সেখানে ৪০ কেজি, অন্যদিকে যেখানে ২৫ কেজি ডাল দেওয়ার কথা সেখানে ২২ কেজি দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় আইসিডিএস সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রুমকি চৌধুরী জানান, এই কারচুপির অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here