অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিম্নমানের জিনিস বিতরণের প্রতিবাদে গন্ডগোল

0
32

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

center member | newsfront.co
নিজস্ব চিত্র

ওজনে কম, নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীর সঙ্গে হাতাহাতিতে জরালো গ্রামবাসীরা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের একটি আইসিডিএস সেন্টারে বুধবার এলাকার অভিভাবকদের সরকার নির্দেশিত চাল, মুসুর ডাল ও ছোলা দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, এই আইসিডিএস সেন্টারের কর্মী অঞ্জলি দাস প্রত্যেকটি সামগ্রীতে ওজনে কম দিচ্ছিলেন। তার সঙ্গে সঙ্গে ছোলার ওজনে কম ও নিম্নমানের দেওয়া হচ্ছিল।

এই অভিযোগ তুলে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর সামনে গ্রামবাসীরা প্রতিবাদ করলে স্থানীয় এক অভিভাবককের গায়ে হাত তোলেন আইসিডিএস কর্মী অঞ্জলি দাস।

womans protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ গাজোলে

এরপরই গ্রামবাসীরা ওই কর্মীর উপর চড়াও হয়। ওই আইসিডিএস কর্মীকে গ্রামবাসীরা মারধর করে এমনকি ভেতরের খাদ্য সামগ্রী ফেলে দেয়। দীর্ঘক্ষণ ওই সেন্টারে আটক করে রাখে ওই কর্মীকে। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অঞ্জলি দাসকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে।

পুলিশ প্রশাসন সূত্রে খবর, দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। এই ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর পিপলা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here