নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দিনের পর দিন কমছে চাষের জমি। অবৈধ ভাবে চাষের জমিতে গড়ে তোলা হচ্ছে ফিসারি। আগামীদিনে কৃষকদের চাষের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বে জমি। তাই এলাকায় ফিসারি গড়ার প্রতিবাদে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা।

মহিষাদল ব্লকের মছলন্দপুর এলাকায় রয়েছে ৭০থেকে ৮০ বিঘা চাষের জমি। সেই জমির মাঝে অবৈধভাবে কিছু চাষিকে মোটা টাকা দিয়ে ফিসারি গড়ে তোলার জন্য বৃহস্পতিবার ভোরে মেশিন দিয়ে চাষের জমি খনন করে ফিসারির জন্য পুকুর গড়ে তোলার কাজ শুরু করলে এলাকার কয়েকশ মানুষ একজোট হয়ে কাজে বাধা দেয় ।
আরও পড়ুনঃ ফালাকাটায় এসএফআই -র বর্ষপূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় জল নিকাশি ব্যবস্থা নেই। তার উপর চাষের জমির চারদিকে মাটি দিয়ে বাঁধ দেওয়া হলে চাষের জল পেতে সমস্যায় পড়বেন চাষিরা। সেই সঙ্গে ফিসারির জন্য যে নোনা জল ভরা হয়ে থাকে তাতে চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে । সেই সমস্ত কথা চিন্তা করে এলাকার মানুষ ফিসারি গড়ার প্রতিবাদ জানায়। এদিন একটি মাটি খনন করা মেশিন দিয়ে চাষের জমি খনন করার কাজ করতে গেলে এলাকার মানুষ বাধা দেয়। বাধা দেওয়ার কারণে কাজ বন্ধ হয়ে যায় ।
আরও পড়ুনঃ পাঁশকুড়াতে তৈরি হতে চলেছে দ্বিতীয় তারাপীঠ
স্থানীয় কৃষক তপন দাস,আইজুল সেখ,অনিল গুছাইতরা বলেন, বছরের দুবার চাষ করে যে ধান পাওয়া যায় তাতে করে আমাদের সংসার কোনো রকমে চলে যায়। ফিসারি হলে জমি চাষের অযোগ্য হয়ে পড়বে । আমরা কৃষি প্রধান এলাকার মানুষ চাষবাস করে থাকি। যাতে আমরা চাষবাস করতে পারি তার সুব্যবস্থা করতে হবে।
ফিসারি গড়ে উঠলে বহু চাষি চাষ করতে পারবে না। আগে ফিসারির মালিককের গ্রামের মানুষের সাথে আলোচনায় বসতে হবে। তার পর আলোচনার মাধ্যমে ঠিক হবে। জোর করে এলাকায় ফিসারি গড়ার চেষ্টা করা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584