তৃণমূলকে ভোট না দেওয়ায় হবেনা উন্নয়ন, বিক্ষোভ স্থানীয়দের

0
20

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

দুদিনের টানা বৃষ্টির ফলে ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় জল জমেছে। চটহাট গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় প্রায় ১০০ টি বাড়ি জলমগ্ন। এই অবস্থার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। এবং যাতায়াতের গ্রামীণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও স্থানীয়দের অভিযোগ যে, “ঘরবাড়ি জলে জলমগ্ন হয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত কেউ কোন খবর নিতে আসেনি আমাদের।

road block | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেহাল পুর পরিষেবা নিয়ে পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

এবং আমরা এই বিষয় নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বশির আলমকে ফোন করলে তিনি জানান শাসক দল তৃণমূলকে ভোট না দেওয়ায় এলাকায় কোন উন্নয়ন হবে না।” এর পরেই আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। এবং স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব এলাকায় নিকাশি নালার ব্যবস্থা করে এলাকার জল বের করা হোক।

অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশের আশ্বাসের পর স্থানীয়রা অবরোধ তুলে নেয়। এবং স্থানীয়রা জানিয়েছেন যে যদি দ্রুত কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। এই বিষয়ে ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বশির আলমকে জিজ্ঞাসা করা হলে তিনি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here