নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
টানা বৃষ্টিতে জলমগ্ন ডাবগ্রাম পাঙ্গানি পাড়া এলাকা। যদি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বৃষ্টির কারণেই নয়, সামান্য বৃষ্টি হলেও এলাকায় জল জমে যায়। ক্ষুব্ধ বাসিন্দারা শুক্রবার পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বিক্ষোভ দেখান।
বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি ও তার আশেপাশের এলাকা। একই অবস্থা ডাবগ্রাম ২ নং অঞ্চলের পাঙ্গানি পাড়া এলাকারও।
যদিও স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, ওই এলাকায় বাধ নির্মাণের। যদিও এই বিষয়ে বহুবার এলাকার পঞ্চায়েত সদস্যা ও পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোন সুরাহা মেলেনি। আর তাই প্রত্যেক বছর সামান্য বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এইবারও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুনঃ জেলাশাসককে স্মারকলিপি এস এফ আইয়ের
এদিন পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছে, আগামী দিনে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা ভোট বয়কট করবেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা মিঠু সরকার বলেন, ‘গোটা এলাকা পরিদর্শন করেছি। স্থানীয়দের সমস্যার কথা প্রধানের কাছে তুলে ধরেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584