মরণ ফাঁদ মুংরেইল-বদলপুর গ্রামের সংযোগকারী সেতু, ক্ষুব্ধ স্থানীয়রা

0
35

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দীর্ঘদিন ধরেই অত্যন্ত ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মুংরেইল ও বদলপুর গ্রামের একমাত্র সংযোগকারী সেতুটি ৷ কয়েক দশক আগে তৈরি হওয়া এই এই সেতুটির বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল ৷ সংস্কার না হওয়ার ফলে বর্তমানে একাংশ সম্পূর্ণ ভেঙে পড়ে হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।

damage road | newsfront.co
মরণফাঁদ ৷ নিজস্ব চিত্র

এলাকাবাসীদের অভিযোগ বারবার প্রশাসনিক দফতরে জানিয়ে সেতু মেরামতের আশ্বাস মিললেও তা আজ অবধি বাস্তবায়িত হয়নি ৷ ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা আর নেতা মন্ত্রীর ভাষনের পরেও অবহেলায় রয়ে যান মুংরেইল এলাকার বাসিন্দারা।এদিকে রাতবিরাতে কেউ অসুস্থ হলে ভাঙা সেতুর কারণে এলাকায় প্রবেশ করতে পারেনা অ্যাম্বুলেন্স, যার জন্য রোগীকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতেই চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।

people | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকাবাসীর দাবি অবিলম্বে মুংরেইল গ্রামের অত্যন্ত বেহাল এই সেতুটির সংস্কারের ব্যবস্থা গ্রহন না করা হলে আগামী বিধানসভা ভোট বয়কট করবেন তারা।

আরও পড়ুনঃ মালদহে জলপান করে অসুস্থ ৩

এখন কতদিনে এই সেতু সংস্কার হবে এবং এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা মিটবে সেদিকেই তাকিয়ে আছে প্রায় ৫ টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here