পাকা রাস্তার দাবিতে বালুরঘাট-শিলিগুড়ি জাতীয় সড়কে পথ অবরোধ

0
63

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

দীর্ঘ কয়েক বছর ধরে বার বার দাবি জানানো সত্বেও গ্রামে যাওয়ার মাত্র তিন কিমি রাস্তা পাকা না হওয়ায় বালুরঘাট- শিলিগুড়ি ৫১২ নম্বর জাতীয় সড়কের বোল্লা মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা । খবর পেয়ে প্রথমে পুলিশ, পরে বিডিও এবং তারপরে মহুকুমা শাসকের দায়িত্বে থাকা আধিকারিকরা গেলেও ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ তুলতে নারাজ।

people | newsfront.co
অবরোধ ৷ নিজস্ব চিত্র

ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ এর আগে ২০১৭ সালে তারা একই দাবিতে এই জায়গাতেই রাস্তা অবরোধ করার সময় কুমারগঞ্জের বিডিও এসে রাস্তা পাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু রাস্তা পাকা হয়নি। পরে আবারও গ্রামবাসীরা একই দাবিতে ২০১৯ সালে এই রাস্তা অবরোধ করতে বাধ্য হন। সে সময় প্রথমে বিডিও পরে এস ডিও এসে গ্রামবাসীদের রাস্তা পাকা করবার আশ্বাস দিলেও আজও তাদের গ্রামের মাত্র তিন কিমি রাস্তা কাঁচাই থেকে গেছে। টানা বর্ষায় সেই রাস্তা আজ বেহাল।

water | newsfront.co
বেহাল রাস্তা ৷ নিজস্ব চিত্র

তাদের অভিযোগ তারা যেন সেই আদিমযুগে বাস করছেন। তাই এবার বিডিও এসডিও দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে গেলেও যতক্ষণ না জেলা শাসক ঘটনাস্থলে এসে তাদের রাস্তা পাকা করবার আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তারা তাদের দীর্ঘ দিনের দাবি পূরণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখবেন। সকাল থেকে শুরু হওয়া জাতীয় সড়ক অবরোধ এখনও চলায় দুদিকেই আটকে পড়েছে প্রচুর গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ও নিত্য যাত্রীরা।

bike | newsfront.co
চলাচলের অযোগ্য রাস্তা ৷ নিজস্ব চিত্র

ক্ষুব্ধ গ্রামবাসীদের সূত্রে জানা গেছে কুমারগঞ্জ ব্লকের দ্বীওড় গ্রাম পঞ্চায়েত এলাকার বালুরঘাট ব্লকের বোল্লা থেকে চৌষা অবধি ভায়া রসুলপুর, এই তিন কিমি পথ দীর্ঘ কয়েক বছর ধরে কাঁচাই রয়ে গেছে। বার বার মাত্র এই তিন কিমি রাস্তা প্রশাসনের নিকট আবেদন নিবেদন জানিয়েও কোন এক অদৃশ্য কারণে বার বার প্রতিশ্রুতি পাওয়া সত্বেও আজও তা পাকা রাস্তার রূপ পায় নি।

rasulpur | newsfront.co
নিজস্ব চিত্র

যার ফলে টানা বর্ষায় গ্রামবাসীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হলেও কোন হেলদোল নেই প্রশাসনের। সেই কারণেই তাদের দাবি পূরণের জন্য ভিন্ন কোন পথ না পেয়ে আজ তারা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান।এলাকায় এই নিয়ে টান টান উত্তেজনা রয়েছে। রয়েছে প্রচুর পুলিশ। অবরোধ এখনও চলছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে ফালাকাটা- আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

অপরদিকে অবরোধ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রশাসনের দুই আধিকারিক, কুমারগঞ্জের বিডিও ও বালুরঘাটের মহুকুমা শাসকের দায়িত্বে থাকা আধিকারিকদ্বয়কে এব্যাপারে সংবাদ মধ্যম প্রশ্ন করে বিষয়টি জানতে চাইলে তারা কেউ সংবাদ মধ্যমের কাছে মুখ খুলতে চাননি । তাদের বক্তব্য যা বলার জেলা শাসক বলবেন। ওদিকে ঘটনাস্থল থেকে জেলা শাসকের বক্তব্য জানার জন্য তাঁর দফতরে এলে জানা যায় জেলা শাসক নিখিল নির্মল প্রশাসনিক বৈঠকে ব্যস্ত রয়েছেন।

অন্যদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোট যায় ভোট আসে নেতা মন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের হাজারও আশ্বাস সত্বেও আজও তাদের গ্রামের মাত্র তিন কিমি রাস্তা কাঁচাই রয়েগেছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here