নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের পূর্ব গুমাই গ্রামের ২৩২ নম্বর বুথ এলাকার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে । গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তর থেকে জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোন সুরাহা মেলেনি, বরং শুধুই প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে এমনটাই জানালেন গ্রামবাসীরা।
কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি আজও। কেটে গেছে বর্ষাকাল, বর্তমানে কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে গ্রাম্য রাস্তার আরো বেহাল দশা যা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । এই রাস্তা দিয়ে রোগী নিয়ে যেতে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষজনকে।
আরও পড়ুনঃ ডেবরায় অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার
তাই আজ গ্রামের মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তার মধ্যে জমা জলে মাছ ছেড়ে, মুরগি বসিয়ে, মহিলারা ছাকনি জাল দিয়ে মাছ ধরার অভিনয় করে বিক্ষোভ দেখালেন। আগামীদিনে রাস্তা ঠিক না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584