বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ

0
37

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জল জমা রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। আজ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৪নং হরসুরা গ্রাম পঞ্চায়েতের সুহরি গ্রামে।

villager protest | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘ কয়েক বছর ধরে তপনের হরসুরা গ্রাম পঞ্চায়েতের আদিসাই গ্রাম থেকে এই সুহরি গ্রাম পর্যন্ত এমনই বেহাল রাস্তা। এই রাস্তার উপর নির্ভরশীল দুটি গ্রামে হাজারের উপর বাসিন্দা। সুরহি গ্রাম থেকে হাইস্কুলের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। স্কুল ছাড়াও নিত্য প্রয়োজনে এলাকার বাসিন্দাদের এই রাস্তায় যাতায়াত করতে হয়। অথচ বার বার বলা সত্ত্বেও হাল ফেরে না রাস্তার। রাস্তায় জল কাদা জমে থাকায় বাসিন্দাদের ক্ষোভ আজ চরমে পৌঁছায়।

এরপরেই আজ এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা প্রতিবাদ জানাতে জল কাদায় ভরা বেহাল রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়।

আরও পড়ুনঃ কৃষক – ক্ষেতমজুর সংগঠনের বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলায়

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তাটি বেহাল। প্রশাসনকে বার বার জানিয়েও সংশ্লিষ্ট রাস্তাটি পাকা করা হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ, প্রশাসনের নিকট জানানো সত্ত্বেও কোন কাজ না হওয়ায় বর্ষার জলে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।

এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী , ব্যবসায়ী , চাকরিজীবী এমন কি অসুস্থ মানুষ সকলেই খারাপ রাস্তার জন্য দুর্ভোগে পড়ছেন। এদিকে টানা কয়েকদিন বৃষ্টি হতেই রাস্তা বেহাল হয়ে উঠলে ক্ষুব্ধ বাসিন্দারা আজ বেহাল রাস্তায় ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা সারাই করা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here