নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বেহাল রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের উত্তর পাড়া এলাকায় সোমবার দুপুরে গ্রামের প্রায় কয়েকশো মানুষ বিক্ষোভে অংশ নেন। অভিযোগ, উত্তরপাড়া থেকে কুশল পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে।
স্থানীয় সূত্রে খবর প্রায় ছয়-সাত বছর ধরে রাস্তার এই কঙ্কাল স্বরূপ চেহারা হয়ে রয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। প্রতিবছরই বর্ষার সময় রাস্তার ওপর নতুন করে মাটি ফেলে সাময়িক মেরামত করা হয়।
আরও পড়ুনঃ দুর্নীতির অভিযোগে ফরেস্ট গার্ড কে ঘিরে বিক্ষোভ মেদিনীপুরে
তা সত্বেও এই রাস্তায় কোথাও কাদা তো কোথাও হাঁটু জল জমে যায় ৷ স্বভাবতই পথ দুর্ঘটনা সেখানকার নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। ফলে এলাকার মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগীকেও অন্য পথ দিয়ে ঘুরে যেতে হয়।
যার কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের।এই রাস্তা দ্রুত সারাই করার দাবি তুলে সোমবার দুপুরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রতিশ্রুতি পাওয়ার পরে বিক্ষোভ অবস্থান উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584