রাস্তার বেহাল দশার জন্য বিয়ে ভাঙছে গ্রামের মেয়েদের, উঠছে ক্ষোভ

0
114

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের জলঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪৫নম্বর বুথ, তথা ৫নম্বর গ্রাম সংসদ মুরাদপুর গ্রামের সাধারণ মানুষ ধানের চারা ও কলাইয়ের বীজ ছিটিয়ে বিক্ষোভ দেখালেন রাস্তার দুর্দশার কারণে।

road damaged | newsfront.co
বেহাল রাস্তা। নিজস্ব চিত্র

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ বামফ্রন্ট আমলে প্রায় ১০ থেকে ১২ বছর আগে এক বার এই রাস্তায় মাটি পড়েছিল, তারপর আর কিছু হয়নি।

তারপর ভোট আসে নেতা তৈরি হয়, কিন্তু স্থানীয় মানুষের কোন কাজ হয় না।

এই রাস্তার পাশে প্রায় ২০ টি পরিবারের বসবাস। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তার কাজ শুরু না করলে তারা আগামী দিনে এর চেয়ে বড়ো আন্দোলনে নামতে বাধ্য হবে।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে ফালাকাটা- আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

damage road | newsfront.co
ধানের চারা লাগিয়ে বিক্ষোভ।নিজস্ব চিত্র

এদিন এক মহিলা অভিযোগের সুরে বলেন, রাস্তার বেহাল দশার জন্য একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে গ্রামের মেয়ের।

আরও এক যুবক জানান যে বর্তমানে কাজ নেই নিজের পেটের ভাত ঠিক ঠাক ভাবে জোগাড় করতে পারছিনা, আর স্থানীয় মেম্বার ও প্রধান বলছে যে নিজের টাকা দিয়ে রাস্তা ঠিক করতে হবে।

আরও পড়ুনঃ পাকা রাস্তার দাবিতে বালুরঘাট-শিলিগুড়ি জাতীয় সড়কে পথ অবরোধ

road | newsfront.co
নিত্যদিনের যাতায়াত। নিজস্ব চিত্র

কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক বলেন যে, “এরা টাকা দিয়ে আর লাঠি দিয়ে ক্ষমতায় এসেছেন, জনগণের কষ্ট কি করে বুঝবেন! শুধু কোথায় টাকা ইনকাম হবে সেই জায়গায় খুঁজে বেরাচ্ছে। আর নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের সকল নেতা, প্রধান, মেম্বার গণ।”

তবে স্থানীয় মেম্বার বলেন, “প্রধানকে অনেক বার আমি লিখিত ভাবে জানিয়েছি কিন্তু প্রধান কিছু অসৎ ব্যক্তি দের নিয়ে পঞ্চায়েত চালাচ্ছে আমাদের মতো মেম্বারকে কোন পাত্তা দিচ্ছেন না।”
যদিও প্রধান এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here