রাজ্যের মন্ত্রীর এলাকার রাস্তাও যেন মরণফাঁদ

0
80

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল বেহাল রাস্তা সংস্করণের । পি ডব্লিউ ডির রাস্তা সংস্করণ নিয়ে স্থানীয়দের একাধিকবার আন্দোলন ও শুরু হয় । কিন্তু সংস্করণের অভাবে ধীরে ধীরে বিপদগ্রস্ত হয়ে পড়ে শিরাকল থেকে শেরপুর ৪ কিলোমিটার রাস্তা । এভাবেই পরে থাকায় ক্ষোভ বেড়েছে স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষ সহ গাড়ির চলকদেরও । মগরাহাট এক নম্বর ব্লকের শিরাকল থেকে শেরপুর পিচের রাস্তা আজও অকেজ ।

auto | newsfront.co
মরণফাঁদ ৷ নিজস্ব চিত্র

কোথাও দুফুট গর্ত আবার কোথাও বা তারও বেশি । বৃষ্টি হলে জমা জলে দুর্ঘটনার কবলে পরে গাড়ির চালকেরা । টোটো ,অটো,ট্রেকার , হাতিগাড়ি সহ ট্রাক চলাচল করে এই রাস্তা দিয়ে । এই চার কিলোমিটার রুটের রাস্তা দিয়ে গেলে কলকাতা থেকে সহজে ও কম সময়ে জয়নগর ,বারুইপুর,উস্থি ,বিজয়গঞ্জ,মগরাহাট যাওয়া যায় ।

track | newsfront.co
বেহাল রাস্তা ৷ নিজস্ব চিত্র

ফলে বেশির ভাগ গাড়ি এই রুট দিয়েই চলাচল করে । পি ডব্লিউ ডি দফতরের তরফে সাইন বোর্ড লাগিয়ে রাস্তার পাশে মেরামতির কথা বলা থাকলেও আজও মেলেনি কোন সুরাহা ।স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীদের অভিযোগ রাজ্যর সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার বাস এখানে ।

damage road | newsfront.co
নিজস্ব চিত্র

এই রাস্তা দিয়ে তিনি নিয়মিত যাতায়াত করেন ৷ এমনকি জেলা পরিষদ সদস্যরাও যাতায়াত করেন এই রাস্তার উপর দিয়ে । কিন্তু সংস্করণের কোন উদ্যোগই নেই এনাদের।শিরাকল , শেরপুর দুই গ্রামপঞ্চায়েত একাধিক বাসিন্দা আন্দোলনে নামলেও ফলাফল সম্পূর্ণ শূন্য ।

satyajit ghorami | newsfront.co
সত্যজিৎ ঘড়ামি, স্থানীয় বিজেপি নেতা ৷ নিজস্ব চিত্র

দুহাত মুঠো করে ঠুঁটো জগন্নাথ সেজে রয়েছে স্থানীয় প্রশাসন । মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানবেন্দু মন্ডল দাবি করেন খুব শীঘ্রই শুরু হবে কাজ ।শিরাকল থেকে আমড়াতলা ছয় কিলোমিটার টেন্ডার ডাকা হয়েছে ।

man | newsfront.co
রফিকুল পুরকাইত, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

বেহাল শিরাকল থেকে শেরপুর চার কিলোমিটার রাস্তা । রাস্তার কাজের জন্য টেন্ডার হয়েছে কিন্তু ওয়ার্ক অর্ডার এখনও হয়নি । মন্ত্রী চেষ্টা করছেন খুব শীঘ্রই যাতে এই কাজ শুরু করা যায় । যদিও বিরোধী বিজেপির অভিযোগ ,টেন্ডার হয়েছে অথচ ওয়ার্ক অর্ডার হচ্ছেনা মানেই কাজ করতে চাইছে না কন্ট্রাকটররা ।

person | newsfront.co
মানবেন্দ্র মন্ডল, সহকারী সভাপতি মগরাহাট ১ পঞ্চায়েত সমিতি ৷ নিজস্ব চিত্র

মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা নিশ্চয় কন্ট্রাকটরদের কাছে কিছু দাবি করছেন সেই কারণেই কেউ কাজ করতে চাইছেন না ।

driver | newsfront.co
উদয় সাঁতরা নিত্যযাত্রী ৷ নিজস্ব চিত্র

গিয়াস মোল্লার ভাই জেলা পরিষদ সদস্য মুজিবর মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির একাধিক জায়গায় এভাবে কাজ করছে । ফলে একাধিক জায়গা বেহাল রাস্তার রূপ নিয়েছে ।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে বাড়তি সতর্কতা দিঘায়

বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি নেতা সত্যজিৎ ঘোড়ামী ।সামনে নির্বাচন । রাস্তা নিয়ে কাজিয়ায় মেতেছে শাসক বিরোধী দুই পক্ষ । এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা । রাজনৈতিক মহলের দাবি মসনদ দখল নিয়ে আবারো শাসক শিবির মেতে উঠেছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here