নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ গ্রামবাসীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি এলাকায়। গ্রামবাসীদের দাবি পাকা রাস্তা না হলে তারা এই অবরোধ তুলবেন না।

প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থাতেই রয়েছে। এর ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় কাদা হয়ে যায় । যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকেনা ৷

প্রশাসনের লোকজন ভোটের আগে ক্ষমতায় এলে সব করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ,নেতা থেকে মন্ত্রী বাদ নেই কেউই এই প্রতিশ্রুতি ভঙ্গ করতে । ভোট যায় ভোট আসে, কিন্তু হাল ফেরে না এলাকার। বালুরঘাট থানার জলঘর পঞ্চায়েত অফিসের ঢিল ছোড়া দূরত্বে রাধানগর থেকে গোফানগর যাওয়ার দেড় কিমি রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও হুঁশ নেই পঞ্চায়েতের ৷
আরও পড়ুনঃ নেই জল নিকাশির ব্যবস্থা,বাঘমুন্ডিতে প্রশাসনের বিরুদ্ধে উঠছে অভিযোগ
ক্ষুদ্ধ এলাকাবাসী। অথচ এই রাস্তার উপর নির্ভরশীল কয়েকটি গ্রামের হাজার কয়েক বাসিন্দা। তাই রাস্তা পাকা করার দাবিতে অবরোধ- বিক্ষোভে সামিল হয়েছে এলাকাবাসীরা ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584