নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মিডডে মিলের খাদ্যসামগ্রী বন্টনে বেনিয়মের অভিযোগে সরব হলেন অভিভাবকরা। শনিবার ঘটনাটি ঘটেছে গাজোলের সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের রানিপুর প্রাথমিক বিদ্যালয়ে। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল। কিন্তু ছাত্রছাত্রীরা যাতে মিডডে মিলের খাবার থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকারের তরফে প্রতি মাসে ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে চাল, ডাল এবং আলু।
দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারও। চলতি মাসে চারবার খাদ্যসামগ্রী দেওয়ার কথা হলেও নিয়মের ব্যতিক্রম দেখা গিয়েছে। অনেকেই আগে বিলি করা খাদ্য সামগ্রী পাননি বলে অভিযোগ করেছেন। সেই চাল আলু চাইলে স্কুল কর্তৃপক্ষ জানায়, কিছু চাল ইঁদুরে খেয়ে ফেলেছে, আর বাদবাকি চাল ফেরত গিয়েছে।
আরও পড়ুনঃ নামখানায় অন্য দল থেকে বিজেপিতে যোগ শতাধিক মহিলার
চাল এবং আলু বিতরণ না করে কেন ফেরত গেল তার কোন সন্তোষজনক উত্তর প্রধান শিক্ষক দিতে না পারায় এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে এদিন খাদ্যসামগ্রী বিতরণ বন্ধ করে দেন।
এরপর তারা বিডিওর কাছে এসে অভিযোগ জানান। তাদের দাবি, হিসেবমতো প্রতিমাসের চাল এবং আলু তাদের বুঝিয়ে দিতে হবে। নাহলে আন্দোলনে নামবেন তারা। বিডিওর কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584