নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট স্টেশন সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের আখিরা পাড়া গ্রামের রত্ন বর্মণ নামে এক কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তার প্রতিবেশীদের বিরুদ্ধে।
মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে প্রাণ যায় ওই কিশোরের। এরপর ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানায়। কিন্তু রত্ন বর্মণের বাবার অভিযোগ, অভিযুক্ত ১১ জনের মধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ ৷
কিন্তু মূল অভিযুক্ত সহ এখনও ৫ জন ঘুরে বেড়াচ্ছে। এমনকি পুলিশকে দুষ্কৃতীদের সম্বন্ধে তথ্য দিলে পুলিশ সঠিক সময়ে এলাকায় পৌঁছায় না।
আরও পড়ুনঃ দলগাঁও চা বাগান ম্যানেজারকে স্মারকলিপি
দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক এই দাবিতে আজ আখিরা পাড়া গ্রামের বেশকিছু গ্রামবাসী এসে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখায়। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানান রত্ন বর্মণের অভিভাবকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584