নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা আক্রান্ত রোগীর সুচিকিৎসা ও তার খাওয়ার ব্যবস্থার পাশাপাশি গ্রামবাসীরা যাতে কাজে যেতে পারেন সেই বিষয়ে সরকারি হস্তক্ষেপ চেয়ে পথ অবরোধ করলো সাগরদিঘির বিষ্ণুপুর এলাকার বাসিন্দারা।
ওই গ্রামবাসীরা জানাচ্ছে, বৃহস্পতিবার তাদের গ্রামে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সে কলকাতায় টিউমারের চিকিৎসা করতে গিয়েছিল এবং সেখানে তার করোনা পরীক্ষা করা হয় এবং তার দেহে করোনার হদিশ পাওয়া যায়।
আরও পড়ুনঃ পাচারের আগেই বিএসএফ-র জালে আটক গরু, ধৃত ১
গ্রামবাসীদের অভিযোগ, করোনা ভাইরাসের হদিশ পাওয়ার পরও সরকারের তরফ থেকে তার চিকিৎসার ব্যবস্থা বা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়নি। বিডিওকে এই বিষয়টি জানালে তিনি গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ।
পাশাপাশি গ্রামবাসীরা জানাচ্ছে,তারা তাদের কর্মস্থলে যাওয়া মাত্র তাদেরকে সেইখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাজার হাট, কৃষিকাজ সমস্ত কিছুতেই বাধার সন্মুখীন হচ্ছে তারা। আর তাই আজ পথ অবরোধ করে গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584