নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিদ্যুতের ট্রান্সফরমার বসানোর দাবিতে তুমুল বিক্ষোভ ইলেকট্রিক অফিস ঘিরে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায়।
জানাগিয়েছে,দীর্ঘদিন ধরে সাগরদিঘির রামনগর গ্রাম ও বালিয়া ঘোড়শালাপাড়া এলাকায় লো ভোল্টেজের সমস্যা চলছে । আর এই সমস্যার কথা সংশ্লিষ্ট দফতরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।ফলে তারা গ্রামের মধ্যস্থলে একটি ট্রান্সফরমার বসানোর জন্য দাবি জানিয়ে আসছে বহুদিন ধরেই । আর এই দাবিতেই সোমবার গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে।এরপর সংশ্লিষ্ট আধিকারিকের কাছে বিষয়টি অভিহিত করা হয় ।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে মোস্ট ওয়ান্টেড ক্ষুদিরাম! প্রতিবাদ কোচবিহারে
গ্রামবাসীদের অভিযোগ,সমস্যার কথা সংশ্লিষ্ট আধিকারিককে তারা জানাতে গেলে তিনি গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ।যদিও পরবর্তীতে সাগরদিঘি থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584