নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
টানা লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মানিকচক বিদ্যুৎ অফিসে ব্যাপক ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মালদহের মানিকচক ব্লকের বিভিন্ন এলাকায় লোডশেডিং ছিল প্রায় কয়েক ঘণ্টা। ফলে বেশ কিছু গ্রামের মানুষ ব্যাপক অসুবিধায় পড়েন। স্থানীয় মানুষ, পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিরা সকলেই ব্যাপক অসুবিধার সম্মুখীন হন।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকার কিছু লোকজন অফিসে এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। ঘটনার খবর পয়ে মানিকচক থানার পুলিশ আসে ঘটনাস্থলে৷
বিক্ষোভকারীদের বুঝিয়ে সেই সময় বাড়ি পাঠিয়ে দিলেও পুলিশ যেতেই ফের প্রায় ১০০ জন বিক্ষোভকারীরা ঘুরে এসে বিদ্যুৎ অফিসের সাপ্লাই রুমে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ। বিদ্যুৎ দফতরের জরুরী মেশিন, গাড়ি, আসবাবপত্রের ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ঘটনার জেরে কোনরকম দফতরের কর্মীরা পালিয়ে প্রাণে বাঁচেন।
আরও পড়ুনঃ পুরোনো বিবাদের জেরে রণক্ষেত্র মহব্বতপুর
তবে কর্মীদের শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বেশ কিছু কর্মী জানায়, জেলার মূল বিদ্যুৎ দফতর থেকে মানিকচকের বিদ্যুৎ সংযোগ ব্রেকডাউন ছিল। আমরা বহু চেষ্টা করে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছিলাম।
আমাদের কাছে খবর আসে ৩৩ হাজার ভোল্ট তারের মধ্যে গাছের ডাল পড়ে রয়েছে তা আমরা ঠিকঠাক করার চেষ্টা করছিলাম। এর মধ্যেই পুলিশ ফিরে যাওয়ার পর প্রায় ১০০ জন বিক্ষোভকারী ফের অফিসে এসে ভাঙচুর করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584