মনিরুল হক, কোচবিহারঃ
বিদ্যুৎ পরিষেবা ফেরানোর দাবিতে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই কুসশ্যামারি এলাকায়।
জানা গেছে, তুফানগঞ্জ থেকে দিনহাটা হয়ে দেওচড়াই মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ‘দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কুসশ্যামারি এলাকায় চারদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরই থেকেই গত ৬ দিন ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা নেই। এব্যাপারে তুফানগঞ্জ বিদ্যুৎ দফতরকে জানানো হলেও কোনরকম সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই রাজ্যসড়ক অবরোধ করেছি।’
আরও পড়ুনঃ তৃণমূলকে ভোট না দেওয়ায় হবেনা উন্নয়ন, বিক্ষোভ স্থানীয়দের
তাদের দাবি, যতক্ষণ না বিদ্যুৎ সংযোগ না হচ্ছে, ততক্ষন তারা পথ অবোরোধ চালিয়ে যাবেন। এই বিক্ষোভের জের বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ। এরপর পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584