বেহাল পুর পরিষেবা নিয়ে পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

0
20

মনিরুল হক, কোচবিহারঃ

একাধিকবার নিজেদের সমস্যার কথা বলেও কোনো লাভ হয়নি। এবার অগত্যা নিজেদের দাবি পূরণে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কোচবিহারে ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা।

villagers protest | newsfront.co
নিজস্ব চিত্র

পুরসভার রাস্তা বেহাল। পানীয় জল নেই। সামান্য বৃষ্টি হলে বাড়িতে ঢুকছে জল। নেই ঠিকমত নিকাশির নালার ব্যবস্থা। নানা রকম সমস্যা নিয়ে তাই পথে নামল কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রবিবার ওয়ার্ডের অমরতলা চৌপথিতে পথ অবরোধ করেন বিক্ষোভ দেখান স্থানীয়রা।

villager | newsfront.co
নিজস্ব চিত্র

ওই ঘটনার জেরে রাস্তার যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল ও কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ বাসিন্দারা।

villager demanding | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত খেজুরি

অবরোধকারীদের অভিযোগ, ‘দীর্ঘদিন থেকে শহরের তিন নম্বর ওয়ার্ডে সরকারি পরিষেবা ঠিকমতো মিলছে না। সেখানকার প্রায় প্রতিটি রাস্তার বেহাল দশা। নিকাশি সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই জল ঢুকে পড়ছে বাড়িতে। দুদিন আগের বৃষ্টিতেই রাস্তাগুলিতে হাঁটুজল জমে যায় বলে অভিযোগ।

বার বার বলা সত্ত্বেও পুরসভা কোন উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করি। প্রায় ১ ঘন্টা পথ অবরোধ চলার পর কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের আশ্বাস দেয়। সেই কারনে আমরা পথ অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই।’

এদিন পথ অবরোধকারীদের সাথে কথা বলার পর কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, ‘সমস্যার কথা শুনেছি। বিষয়গুলি নিয়ে পুরসভার সঙ্গে কথা বলব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here