নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পাকা রাস্তা সহ নিকাশি ব্যবস্থার দাবিতে মালদহ মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কালিয়াচক দুই নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা গ্রামের বাসিন্দারা। শুক্রবার ওই গ্রামের মহিলা এবং পুরুষেরা রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
প্রায় কয়েক ঘন্টা চলার পর মোথাবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের অভিযোগ প্রায় তিন বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলাস্তরে জানিয়েও কোন লাভ হয়নি।
আরও পড়ুনঃ রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের
ফলে অল্প বৃষ্টিতেই হাঁটু জল দাঁড়িয়ে যায় এই রাস্তায়। রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধার মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের। প্রতিবাদে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে মালদহ মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিকে এই যানজটের জেরে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584