নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
সিনগ টুডুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাইকে মিছিল করে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পারগানা মহল। মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে ৫০০ টি বাইক নিয়ে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। বিনপুর থানার রাজকুসুম গ্রামে সিনগ টুডুকে খুন করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বনধ ঘিরে উত্তেজনা কোচবিহারে, ভাঙচুর সরকারি বাসে, গ্রেফতার ৫০
গত ২ জুলাই বিনপুর থানার রাজকুমা গ্রামে বিয়ে বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। সিনগ টুড় সহ ছয় জন আহত হয়। রাজকুসমা গ্রাম ঘেরাও করে বাইরে থেকে গ্রামকে বিচ্ছিন্ন করে রাখে দুষ্কৃতীরা। পরে পুলিশের সাহায্যে আহতরা হাসপাতালে ভর্তি হয়।
সিনগ টুডু হাসপাতালে মারা যাওয়ার পর ঘেরাওকারীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কিন্তু দোষীদের আজ পর্যন্ত গ্রেপ্তার করে নাই। তাই দোষীদের গ্রেফতারের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের শিলদা মুলকের পক্ষ থেকে বাইক র্যালি ও বিনপুর থানা ঘেরাও করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584