নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের নির্বাহী সহায়ককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল আজ। নির্বাহী সহায়ককে ঘেরাও করে চলে নির্বাচিত জনপ্রতিনিধি ও মহিলাদের বিক্ষোভ। মুর্শিদাবাদের ভগবানগোলা গ্রাম পঞ্চায়েতে ঘটেছে ঘটনাটি।
বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগবানগোলার গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরকারি আবাসন প্রকল্পের টাকা থেকে শুরু করে নানান কাজ নিয়ে পাহাড় পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের মধ্যে। সেক্ষেত্রে অভিযোগের তির উঠে আসে এলাকার নির্বাচিত তৃণমূলের জনপ্রতিনিধিদের দিকে।
আরও পড়ুনঃ কোলাঘাটে কৃষিবিল নিয়ে সরব ব্লক তৃণমূল নেতৃত্ব
জানাযায় নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজেদের দোষ এড়াতে এদিন গ্রামবাসীদের সঙ্গে যোগ হয়ে পঞ্চায়েত নির্বাহী সহায়ককে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।গ্রাম পঞ্চায়েত সদস্যদের দাবি, নির্বাহী সহায়ক তাদের না নিয়েই আবাস যোজনার তালিকা তৈরি করেছে।
যার কারণে তাদের স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছিল। সেই কারণেই আজ নির্বাহী সহায়ককে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে লোকাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584