নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের চকবেহাতোর,বেলতারা সহ পাঁচটি গ্রামের বাসিন্দারা এলাকার উন্নতির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে আজ ডেপুটেশন জমা দিলেন। এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে তাদের এলাকায় রাস্তা সংস্কার হয়নি। পাশাপাশি আত্রাই নদীর খাঁড়িতে প্রয়োজনীয় ব্রিজ তৈরি হয়নি স্বাধীনতার পর থেকেই।
আরও পড়ুনঃ কোচবিহারের সভামঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে সামনা সামনি যুদ্ধের আহ্বান মুখ্যমন্ত্রীর
এলাকার বাসিন্দাদের দাবি এলাকায় ব্রিজ রাস্তার অবস্থা খারাপ থাকায় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর সেই কারণে তাদের এলাকার রোগীদের হাসপাতালে নিয়ে আসতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।রাস্তা খারাপ থাকার কারণে হাসপাতালে আসার পথে অনেক রোগীর মৃত্যু হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ।
আর সেই কারণেই এলাকায় রাস্তা ও ব্রিজের দাবিতে কুমারগঞ্জের ৫ টি গ্রামের মানুষ আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল। এলাকাবাসীর দাবি এই পাঁচটি গ্রামে বহু মানুষ রয়েছে। তাদের দাবি না মানা হলে আগামী বিধানসভা নির্বাচনে এই বিশাল সংখ্যক মানুষ ভোট বয়কটের পথে হাঁটবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584