পানীয় জলের দাবিতে তপনে পথ অবরোধ

0
79

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা এলাকায় আজ পানীয় জলের দাবিতে সকাল দশটা থেকে তপন- বালুরঘাট রাজ্য সড়কে পথ অবরোধ শুরু করে ৫ টি গ্রামের গ্রামবাসী । ফলে তপন- বালুরঘাট রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ।

protest | newsfront.co
পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

জানা গেছে তপন ব্লকের ১০ নম্বর মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের শ্রীবই, ভাড়িলা, অভিরামপুর, পাহাড়পুর, হরিবংশীপুর গ্রামের মানুষদের পানীয় জলের সমস্যা বহুদিনের ৷ পাশাপাশি এলাকার শ্রীবই গ্রামের বাসিন্দাদের পানীয় জলের জন্য ভরসা করতে হতো একটি মাত্র কুয়োর ওপর । কয়েকদিন আগে ওই কুয়োতে শ্রীবই গ্রামের এক ব্যক্তি পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে ।

আর সেই কারণেই ওই কুয়োর জল ব্যবহার করতে পারছে না এলাকার মানুষ। গ্রামবাসীদের অভিযোগ প্রথম প্রথম কয়েকদিন এলাকার গ্রাম পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে দিলেও বর্তমানে গ্রাম পঞ্চায়েত থেকে কোনরকম সাহায্য করা হচ্ছে না । ফলে বাধ্য হয়েই গ্রামের মানুষদের পুকুরের দূষিত জল পান করতে হচ্ছে ।

আরও পড়ুনঃ ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ করোনা যোদ্ধাদের

আর সেই কারণেই একপ্রকার বাধ্য হয়েই এলাকার মানুষদের পক্ষ থেকে পানীয় জলের দাবিতে তপন- বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করা হয় ।গ্রাম পঞ্চায়েত সদস্য প্রশান্ত সরকারের অভিযোগ, তপন ব্লকের এই মালঞ্চ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকায় ব্লক থেকে পানীয় জলের জন্য কোন ভাবে সাহায্য করা হচ্ছে না । তারা বারবার বিডিও থেকে শুরু করে এসডিও প্রশাসনের সকল স্তরে জানানোর পরেও এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়নি ।

প্রশান্ত বাবুর আরও অভিযোগ এই এলাকার মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হলে তৃণমূল কংগ্রেসের অসুবিধে হবে তাই প্রশাসন ইচ্ছে করে এই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করেনি । তাই তারা বাধ্য হয়ে এই পথ অবরোধের জন্য রাস্তায় নেমেছেন । তৃণমূল কংগ্রেসের জেলা কনভেনার সুভাষ চাকি অভিযোগ অস্বীকার করে বলেছেন অভিযোগ অসত্য। সরকার তথা প্রশাসন কোন গ্রাম পঞ্চায়েতকে বঞ্চিত করে না।

আপনারা জানেন এলাকায় এমনিতেই জলের কষ্ট রয়েছে । এলাকায় জল স্তর অনেকটা নীচে সেই কারণে এই এলাকায় জলের অভাব গ্রীষ্মকালে দেখা দেয়। আমাদের এলাকার বিধায়ক তথা প্রশাসন এলাকার পানীয় জলের মিটানোর জন্য সচেষ্ট । ইতিমধ্যে এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে সেই কারণে ওই এলাকার মানুষ জল ব্যবহার করতে চাইছেনা ৷ প্রশাসনের কাছে এই বিষয়ে তথ্য রয়েছে প্রশাসন অতি দ্রুত এই এলাকার মানুষের চাহিদা পূরণ করবে ।

আরও পড়ুনঃ পাঁশকুড়া ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতিকে গণ ডেপুটেশন

এলাকাবাসীর বক্তব্য যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে এলাকার জন্য পানীয় জলের ব্যবস্থা করা হবে ততক্ষণ তারা এখানে পথ অবরোধ চালিয়ে যাবেন । খবর করা পর্যন্ত প্রায় এক ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার জন্য কেউ না আসায় গ্রামবাসীরা পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here