শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
নিকাশি নালার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার কেশবপুর শিববাড়ি এলাকায়।
শুক্রবার সকাল ৭টা থেকে গঙ্গারামপুরের জাহাঙ্গীরপুর রাজ্যসড়কে গাছের গুড়ি,বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার কয়েকশো মানুষজন। উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রায় ৩ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। ফলে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ বিডিওর কাছে স্মারকলিপি আরএসপি-র
পরে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও ব্লক প্রতিনিধি। দীর্ঘ প্রচেষ্টার পরে প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। জানা গিয়েছে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকায় প্রায় ৫০টি পরিবারের বসবাস।
আরও পড়ুনঃ বিদ্যুত দফতরে ডেপুটেশন যুব কংগ্রেসের
দীর্ঘদিন ধরেই এলাকায় নিকাশি নালা না থাকার কারণে অল্প বৃষ্টিতে ডুবে যায় বাড়িঘর বলে অভিযোগ। নিকাশি নালার কথা বহুবার প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি। এরই মাঝে গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে যায় এলাকা।
ডুবে যায় এলাকার বেশ কিছু বাড়িঘর। ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার গঙ্গারামপুর জাহাঙ্গীরপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের কয়েকশো মানুষজন। প্রশাসনের আশ্বাসে দীর্ঘক্ষণ পরে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584