নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা আতঙ্ক কাটিয়ে সোমবার ভ্রাতৃদ্বিতীয়ার দিন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের রামনগর গ্রামে শুরু হল গো মাতার পুজো। এই দিন সারা গ্রাম জুড়ে ভক্তির সাথে হলুদ জল দিয়ে গোমাতার পা ধুয়ে গলায় বনলতার মালা পরিয়ে, মাথায় ধান-দুর্বা সহ চন্দনের টিপ পরিয়ে গো মাতার বরণ ও গো মাতার আরাধনা করা হয়।
জানা গিয়েছে প্রাচীন নিয়ম ও ঐতিহ্য মেনে প্রত্যেক বছর এই দিনটিতে গো মাতার ও পরিবারের মঙ্গল কামনায় পুজো করে আসছেন গ্রামের মানুষেরা। করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে রামনগর গ্রামের গ্রামবাসীরা গো বন্দনা অনুষ্ঠানে শামিল হয়েছিলেন।ওই গ্রাম জুড়ে গো বন্দনাকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ অধীর চৌধুরীকে ভাইফোঁটা দিলেন দিদি, দেখতে চান তাকে মুখ্যমন্ত্রীর আসনে
সারা বছর এই দিনটার জন্য গ্রামবাসীরা অপেক্ষা করে থাকেন। সেই জন্য গ্রামবাসীরা বাঁদনা উৎসবে মেতে ওঠেন। বাড়িতে বাড়িতে তৈরি হয় পিঠে। গরুকে বিভিন্ন রং দিয়ে সাজিয়ে তোলা হয় ।সেই সঙ্গে তাদের যত্ন করে পিঠে খাওয়ানো হয়। কারণ শিব ঠাকুরের ভক্ত হিসাবে গরুকে সকলেই শ্রদ্ধা করে। তাই এই দিনে যাতে গরুর কোন অমর্যাদা না হয় সেদিকে খেয়াল রাখেন প্রত্যেকে।
আরও পড়ুনঃ হলদিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের
আদিবাসী কুড়মি জনজাতি সম্প্রদায়ভুক্ত মানুষেরা বাঁদনা পরবের অনুষ্ঠানে মেতে উঠেন। বাঁদনা পরব শেষ হয় খুটান উৎসবের মধ্য দিয়ে যা রীতিমতো চোখে পড়ার মত। সর্বস্তরের মানুষ গরু ,মোষ নিয়ে খুটান উৎসবে অংশগ্রহণ করেন। গ্রামবাসীদের মধ্যে যে গরু জয় লাভ করে তাকে গ্রামের পক্ষ থেকে সম্মান দেওয়া হয়। পাকা ধান ঘরে তোলার আগেই তাই বাঁদনা পরবে মেতে উঠেছে গোটা জঙ্গলমহলের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584