নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
কৌশিকী অমাবস্যায় তারা মায়ের আবির্ভাব তিথিতে ভীড়,আনন্দ অনুষ্ঠান না থাকলেও ষোড়শ উপাচারের নিয়ম মেনে তারামায়ের আরাধনা করলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তঠস্থ সেবা শক্তি। করোনা ভাইরাসের প্রভাবে তারাপীঠে পুজো হয়েছে নমো নমো করেই। ভক্ত সমাগম ছিলনা।
পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তারা তঠস্থ সেবা শক্তি আনন্দ অনুষ্ঠান, ভীড় এড়িয়ে নিয়ম মেনে তারামায়ের আরাধনা করলেন। তমলুকের আবাসবাড়ি এলাকার তারা তঠস্থ সেবা শক্তি, প্রত্যেক বছর যে ভাবে জাঁকজমক পূর্ণ কৌশিকী অমাবস্যা পালন করে, এবারে করোনা ভাইরাসের প্রভাবে সমস্ত আনন্দ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা মহামারির জেরে ভারতে কর্মহীন ৪১ লক্ষ
মঙ্গলবার তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে রূপনারায়ন নদী থেকে জল তুলে এনে পুজো শুরু হয়। ১০জন ব্রাহ্মণ পুজোতে সামিল হন। করোনার সংক্রমণ এড়াতে প্রত্যেক ব্রাহ্মণের মুখে ছিল মাস্ক। সারা রাত্রি ধরে চলে পুজো অর্চনা এবং যজ্ঞ।
আরও পড়ুনঃ আর আলাদা নয়, ব্যাঙ্ক-রেল-অন্যান্য সরকারি নিয়োগে অভিন্ন পরীক্ষা
১১১ কিলো বেল কাঠ ১৫ কিলো ঘি দিয়ে দশমহাবিদ্যার যজ্ঞ হয়। বুধবার ৫০০ সদস্যদের পরিবারের বাড়ি পৌঁছে দেওয়া হবে মহাপ্রসাদ। ভীড় এড়িয়ে যারা পুজো দিতে ইচ্ছুক তাদের বলা হয়েছে বাড়ি থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম গোত্র পাঠালেই পুজোর ব্যবস্থা করে দেওয়া হবে। মূলত মহামারী ভাইরাসের কারণে অত্যাধুনিক প্রযুক্তি অবলম্বন করেই পুজো দেন তমলুক এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584