নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রথম মার্কিন মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে নজির গড়েছেন ‘ঘরের মেয়ে’। তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রামেই জন্ম কমলার মা শ্যামলার। তারপর অবশ্য তাঁকে চলে যেতে হয় মার্কিন মুলুকে। আর আজ ভারতীয় বংশোদ্ভূত সেই কমলা হ্যারিস গড়তে চলেছেন ইতিহাস। সেই উপলক্ষে গতকাল শনিবার রাত থেকেই আমেরিকার পাশাপাশি উৎসবে মেতেছেন তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রামের বাসিন্দারা।
কয়েক হাজার কিলোমিটার দূরে তাঁদের গ্রামের মেয়ে কমলা হ্যারিস তাঁদেরও গৌরবে ভরিয়ে দিয়েছেন। তাই থিরুভারুর জেলার থুলাসেন্দ্রাপুরম গ্রামের মেয়েরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেতেছেন সেই জয় উদযাপনে। বাড়ির সামনে আঁকতে বসেছেন রঙ্গোলি।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম বক্তৃতায় কমলা উল্লেখ করেছেন তাঁর মা শ্যামলা গোপালনের কথা, যিনি ছিলেন থিরুভারুর জেলার বাসিন্দা।
আরও পড়ুনঃ জাতপাত-বর্ণ ভুলে স্বপ্ন দেখুন, জয়ের পর বললেন কমলা
তিনি বলেন, ‘‘যখন আমার মা মাত্র ১৯ বছর বয়সে এই দেশে এসেছিলেন, তিনি কল্পনাও করতে পারেননি এমন কোনও মুহূর্ত। কিন্তু তিনি গভীরভাবে এমন এক আমেরিকায় বিশ্বাস রেখেছিলেন, যেখানে এই ধরনের মুহূর্ত তৈরি হতেই পারে।“
আরও পড়ুনঃ প্রতিটি জীবন বাঁচানোই আমাদের লক্ষ্য- আমেরিকাবাসীকে জানালেন বিডেন
কমলাকে এই গ্রামের মেয়ে বলেই মনে করেন এখানকার বাসিন্দারা। এর আগেও কমলার সমর্থনে পোস্টার, ব্যানার হাতে দেখা গিয়েছিল তাঁদের।এবারেও জায়গায় জায়গায় কাটআউট, হোর্ডিং, পোস্টার সাঁটা হয়েছে কমলা হ্যারিসের। ছবি নিয়ে সেলিব্রেশনও চলছে অনেক জায়গায়। কোথাও আবার চলছে মিষ্টি বিতরণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584