বাড়ি নেই তবুও মিলছে আমপানের ক্ষতিপূরণ, অভিযোগ ক্ষীরপাই পুরসভা এলাকায়

0
49

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সুপার সাইক্লোন আমপানের ক্ষতিপূরণ নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনৈতিক মহল, তখন এই ইস্যু নিয়ে বিরোধী রাজনৈতিক দল বারবার অভিযোগের আঙুল তুলেছেন আমপান ক্ষতিপূরণের দুর্নীতি নিয়ে। রাজ্যে একাধিক পঞ্চায়েত ও পুরসভায় পাকা বাড়ি প্রাপকদের আমপান ক্ষতিপূরণের তালিকায় নাম থাকার অভিযোগ উঠে এসেছে।

municipality | newsfront.co
নিজস্ব চিত্র

এবার বাড়ি না থেকেও আমপানের ক্ষতিপূরণ পাওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুর এলাকায়। আমপান দুর্নীতি নিয়ে সিপিএম, বিজেপি নেমে পড়েছে আন্দোলনে। সিপিএম -বিজেপির অভিযোগ, ক্ষীরপাই পুরসভার বর্তমান পুরপ্রশাসক দূর্গাশঙ্কর পান নিজের প্রভাব খাটিয়ে বাড়ির এক পরিচারিকার নামে আমপান ক্ষতিপূরণ পাইয়ে দিয়েছেন।

durgasankar pan | newsfront.co
দূর্গাশঙ্কর পান। নিজস্ব চিত্র

ওই পরিচারিকার নাম দুর্গারানী ভূঁইয়া। অভিযোগ, দুর্গারানী ভূঁইয়া ক্ষীরপাই পুরসভার প্রশাসক দূর্গাশঙ্কর পানের বাড়িতে ৪০ বছর ধরে কাজ করছেন, ক্ষীরপাই পুর এলাকায় তার নিজস্ব কোন বাড়ি নেই, তবুও তিনি পাচ্ছেন টাকা।

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

woman | newsfront.co
দুর্গারানী ভূঁইয়া। নিজস্ব চিত্র
house | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাস্কহীন ২৫ জনকে গ্রেফতার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশের

কারণ তিনি দূর্গাশঙ্কর পানের পুরোনো ভাঙা বাড়িতেই থাকেন। কিভাবে ক্ষতিপূরণের তালিকায় তার নাম আসলো তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে দূর্গাশঙ্কর পান বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন তারই একটি ভাঙা বাড়িতে থাকেন দুর্গাদেবী, সেই বাড়ির ক্ষতি হয়েছে। সেই বাড়ি মেরামতির জন্যই দুর্গা দেবীর নাম জমা দেওয়া হয়েছিল।

এখন প্রশ্ন উঠছে যে পুর এলাকায় কোন বাড়ি না থেকেও কিভাবে দুর্গা দেবীর নামে আমপান ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া হল। এর প্রতিবাদে বুধবার দুপুরে ক্ষীরপাই পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা । আমপান তালিকায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকেই আমপানের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন।

সেই টাকা ফিরিয়ে দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দুর্গাদেবী নিজেও স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ক্ষীরপাই পুরসভার পুর প্রশাসকের বাড়িতে কাজ করেন, তার নিজস্ব কোন বাড়ি নেই।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here