নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হতেই পারত পারফেক্ট চুরি! কিন্তু একটি মোবাইল ফোন পালটে দিল গল্পের গতি। বেশ কিছু দিন থেকে রাত হলেই বাড়ির গবাদিপশু গুলি উধাও হয়ে যাচ্ছে আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটায়। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ফালাকাটা ব্লকের মালসাগাঁও গ্রামের বিষ্ণু মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুটি গরু চুরি হয়।
আর তারপর চোরের দল সেখানকার অপর এক বাড়িতে চুরি করতে গেলে, গ্রামবাসীরা সজাগ হয়ে যেতেই চোরের দল একটি মোবাইল ফোন ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে জানা গিয়েছে। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শীত শুরুতে কুয়াশার হাতছানিতে গত কয়েক দিনে মালসাগাঁও সহ আসে পাশের গ্রাম গুলি থেকে চোরের দল প্রচুর গরু চুরি করে নিয়ে গেছে।
আরও পড়ুনঃ ফুলবাড়ির মার্ডার মোড় থেকে ১১ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই
এমনকি এলাকা থেকে চুরি যাওয়া গরু উদ্ধারে কোনো পুলিশি তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। তাই গরু চুরির ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে বুধবার জটেশ্বর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন বিষ্ণু মন্ডল।
আরও পড়ুনঃ সাপ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বিক্রেতা
এদিন ওই গ্রামের ধনপতি রায় ও বিষ্ণু মন্ডল জানান, “বেশ কিছু দিন ধরে আমাদের গ্রামে চুরি হচ্ছে গরু। রাত হতেই কারো না কারো বাড়ি থেকে গরু চুরি হচ্ছে। গত কাল রাতেও দুটি গরু চুরি হয়েছে। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক।” এবিষয়ে ফালাকাটা থানার আই সি দেবদত্ত বন্দ্যোপাধ্যায় বলেন,” লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584