ক্যানেলের মুখ কাটা নিয়ে সংঘর্ষ, জখম সাত মালদহে

0
82

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

তুলসিহাটা অঞ্চলের বসতপুর এলাকায় তৈরি হয়েছিল বাহাদুরা ক্যানেল। উদ্দেশ্য ছিল বন্যার জল নিষ্কাশন করার কাজ করবে এই ক্যানেল। বর্তমানে সেই ক্যানেলের পাশে এলাকার কিছু লোক পুকুর খনন করাতে পুকুরের বাঁধে ক্যানেলের মুখ বন্ধ হয়ে গিয়েছে। সমস্যায় পড়ে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার কৃষকের জমি।

person | newsfront.co
নিজস্ব চিত্র

এবারের অতিবৃষ্টিতে সেই ক্যানেল দিয়ে জল নিষ্কাশন না হওয়াতে কৃষি জমিতে জল জমে যায়। বুধবার সকাল থেকেই সেই ক্যানেলের মুখ কাটা নিয়ে গণ্ডগোল সৃষ্টি হয়। এই গণ্ডগোলের জেরে পুকুরের মালিকপক্ষ ও এলাকার কৃষক সম্প্রদায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই সংঘর্ষের জেরে দু’পক্ষের মোট বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে মালদহ মেডিকেলে রেফার করা হয়েছে। ওই এলাকার কৃষক বাঁচাও কমিটির সম্পাদক দিল রোজ জানান, “ব্রিটিশ আমলে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত এলাকার এই ক্যানেল ছিল।৩৫ বছর আগে বাহাদুরা ক্যানেলের উপর সাঁকোর পরিবর্তে পাকা ব্রিজ নির্মাণ করা হয়।

আরও পড়ুনঃ অসাবধানতাবশত মুজনাই নদীতে পড়ে গেল সাত বছরের শিশু

বছরখানেক আগে ওই এলাকার বসতপুর গ্রামের মুষ্টিমেয় কিছু লোক তারা ক্যানেলের পাশে একটি পুকুর খনন করে এবং সেই পুকুরের পাড় দিয়ে ক্যানেলের একটি মুখ বন্ধ হয়ে যায়। এর ফলে এলাকার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে মারামারি শুরু হয়।

তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন।” ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় হাজির হন। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here