নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
মশার উপদ্রবে অতিষ্ঠ শেরপুরের বাসিন্দারা।এলাকা সূত্রে জানা যায়,দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার শেরপুর এলাকায় তিনটি সরকারি পুকুর রয়েছে।বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি পুকুর গুলি সংস্কারের উদ্যোগ নেয়নি বুনিয়াদপুর পুরসভা।
এদিকে দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ার ফলে বর্তমানে তিনটি সরকারি পুকুরই হয়ে উঠেছে কচুরিপানায় পরিপূর্ণ আবর্জনার স্তুপ।
বাসিন্দাদের মতে জঞ্জাল, আবর্জনায় ভর্তি থাকায় এক দিকে যেমন এই সব পুকুর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্য দিকে পুকুর গুলি হয়ে উঠেছে মশার আঁতুরঘর।
আরও পড়ুনঃ কালচিনিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ
যার জেরে সন্ধ্যা নামতেই মশার উপদ্রবে অতিষ্ঠ হতে হচ্ছে বাসিন্দাদের। অতি দ্রুত এলাকার আবর্জনায় পরিপূর্ণ সরকারি পুকুরগুলি সংস্কারের দাবি জানিয়েছেন শেরপুরের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584