নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বেহাল অবস্থায় রয়েছে মুর্শিদাবাদের সুতি ১ নং ব্লকের অন্তর্গত পারাইপুর ব্রিজ। দীর্ঘ ১২ বছর ধরেও নির্মাণ কাজ চললেও সম্পূর্ণ হয়নি আজও। এর দরুন ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী।
স্থানীয় এক মহিলা বলেন, “বহুদিন ধরেই একই রকম দেখছি এই রাস্তার অবস্থা। বর্ষার দিনে স্কুল যেতে পারে না গ্রামের পড়ুয়ারা, নৌকায় পারাপার করতে হয় আমাদের, গ্রামে ভালো বিয়ের সম্বন্ধ আসে না। তাছাড়াও গর্ভবতী মায়েদের অতি সংকটে পড়তে হয়।” অতি দ্রুত এর সমাধান চাইছেন তিনি।
আরও পড়ুনঃ ভাড়া বৃদ্ধির দাবীতে বাসের পর এবার হুমকি ট্যাক্সির!
গ্রামের আরও এক বাসিন্দার অভিযোগ খুব নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় তৃণমূল নেতা গোলাম নবী আজাদ বলেন, “পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী জাকির হোসেনের কাছে আমি অনুরোধ করেছি তিনি একটি বারের জন্য যেন আমাদের এই ব্রিজটি পর্যবেক্ষণ করুক এবং একটি ব্যবস্থা করে দিক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584