করোনা আতঙ্কে কাঠের সেতুর পাটাতন খুললেন গ্রামবাসীরা

0
59

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

নতুন করে ছয়জন করোনায় আক্রান্ত মালদহে ৷ এর মধ্যে দুজন পুরাতন মালদহর। এই প্রথম পুরাতন মালদহ ব্লকে করোনা আক্রান্তের সন্ধান মিলল৷ আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা৷

মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামে ভিনরাজ্য ফেরত এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে পাশের গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন ওই গ্রামের লোকজন৷ দুই গ্রামের সংযোগকারী বেহুলা নদীর উপর থাকা বাঁশের সাঁকোর একাংশ খুলে নেওয়া হয়েছে৷

village divided wooden bridge for panic of corona | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও গ্রামবাসীদের এই কাজের তীব্র বিরোধিতা করেছেন ব্লক উন্নয়ন আধিকারিক। সোমবার রাতে জানা গিয়েছে, পুরাতন মালদহর জলঙ্গা ও বলাতুলি গ্রামের দুই ভিনরাজ্য ফেরত শ্রমিক করোনা পজিটিভ৷ রাতেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই খবর ছড়িয়ে যায় গোটা এলাকায়৷

আরও পড়ুনঃ বিস্তর অভিযোগ বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে

আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ জলঙ্গার পাশে রয়েছে মৌলপুর গ্রাম৷ দুই গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বেহুলা নদী। নদীর উপর রয়েছে বাঁশের সাঁকো।

আজ দুপুরে জলঙ্গা গ্রামের বাসিন্দারা সেই সাঁকোর একাংশ খুলে দেন। বিচ্ছিন্ন করে দেওয়া হয় দুই গ্রামকে৷ অবশ্য এই কাজে সায় রয়েছে মৌলপুর গ্রামের বাসিন্দাদেরও৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here