সায়নিকা সরকার, মালদহঃ
মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বারুই পাড়ায় টাঙ্গন নদীর ভাঙ্গনে সাতটি বাড়ির ভয়াবহ অবস্থা হয়েছে। গত শুক্রবার রাতে প্রবল বৃষ্টির জেরে সাতটি বাড়ির মধ্যে দুটি বাড়ির অর্ধেক অংশ ধসে পড়েছে। ইতিমধ্যে সেই বাড়িতে থাকা জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে আসা হয়েছে।
এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছে আইহো অঞ্চলের বারুই পাড়ার সাতটি পরিবার। এলাকার বাসিন্দা কৃষ্ণা দাস বলেন,”আমাদের এই নদী ভাঙ্গন ২০১৭ সাল থেকে শুরু হয়েছে। সরকারের কাছে বারবার জানানো হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। ব্লক প্রশাসন ও আইহো গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সদস্য সকলেই এসেছিলেন দেখে আশ্বাস দিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুই কাজ হয়নি।”
আরও পড়ুনঃ শোপিয়ান এনকাউন্টারে হিজবুল কমান্ডারসহ ৩ জঙ্গি নিহত
অন্য দিকে টোটোন দাস নামে এক যুবক বলেন, “লকডাউনের আগে ভাঙ্গন শুরু হয়েছিল। কাজ হবে বলে আশ্বাসও দেওয়া হয়, কিন্তু কোন কাজ হয়নি। এই পরিস্থিতিতে আজ আমাদের বাড়ির অর্ধেক অংশ নদীতে যেতে বসেছে। তিন- চার বার প্রশাসনের কাছে লিখিত ভাবে জানিয়েছি। সেচ দফতর থেকে শুরু করে গ্রামপঞ্চায়েত, ব্লক প্রশাসন সকলকেই বার বার জানানো হয়েছে। শুধু আশ্বাসই মিলেছে কিন্তু কোন কাজ হচ্ছে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584