ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
২০ জন গ্রামবাসীকে ভুল করে দুবার দুরকম করোনা টিকা দেওয়ার অভিযোগ উত্তর প্রদেশের একটি গ্রামে।দেশে করোনা টিকাকরণে উত্তরপ্রদেশের স্থান একেবারে নীচে। আর যাঁরা টিকা নিচ্ছেন তাঁদের ক্ষেত্রেও চরম দায়িত্বজ্ঞানহীন প্রশাসন।
সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামের অন্তত ২০ জন গ্রামবাসীকে দেওয়া হলো দুবারে দুরকম টিকা। এমন গুরুতর একটি বিষয় নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ চৌধুরী প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে বিষয়টি স্বাস্থ্য কর্মীদের ‘চোখ এড়িয়ে’ যাওয়ার ফলেই ঘটেছে। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।
আরও পড়ুনঃ করোনার জেরে এবার স্থগিত হল জেইই অ্যাডভান্সড ২০২১ পরীক্ষা
জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এপ্রিল মাসের সেখানে প্রথম দিকে টিকা দেওয়া হয় গ্রামবাসীদের। এরপর গত ১৪ মে টিকার দ্বিতীয় ডোজটি নিতে যান গ্রামবাসীরা। প্রথম বার তাঁদের কোভিশিল্ড দেওয়া হলেও, অভিযোগ দ্বিতীয় বারে তাঁদের কোভ্যাক্সিন দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসনের কাছেও অভিযোগ জানিয়েছিলেন তাঁরা তবে তাতে কোনো সুরাহা হয়নি বলেই জানিয়েছেন গ্রামবাসীরা।তবে দুটি দুরকম টিকা নিলেও, গ্রামবাসীদের কোন শারীরিক অসুবিধা হয়নি বলেই দাবি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ চোধুরী।
আরও পড়ুনঃ কেন্দ্রের নিষেধাজ্ঞা জারির আগে সরকারি বিধি মানার প্রক্রিয়া শুরু করল ফেসবুক
তিনি জানিয়ওছেন, ‘ভুলবশত যাঁদের দুরকম টিকা দেওয়া হয়েছে, স্বাস্থ্য দপ্তরের একটি টিম তাঁদের সকলের সঙ্গে দেখা করেছে। সকলেই সুস্থ আছেন।’তবে স্বাস্থ্য আধিকারিকের এই দাবি মানতে নারাজ গ্রামবাসীরা। রাম সুরপত নামের এক প্রবীণ ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তর থেকে কেউ তাঁদের সঙ্গে যোগাযোগই করেননি আর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া তো দূরের কথা।
রাম সুরপত জানান যে, প্রথমে তিনি বুঝতেই পারেননি যে টিকার ক্ষেত্রে এমন একটা গোলযোগ ঘটেছে। অসুস্থ হওয়ায় তিনি ডাক্তারের কাছে যান এবং তখনই জানতে পারেন দুরকম টিকা দেওয়া হয়েছে তাঁকে। রাম সুরপত চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন টিকাকেন্দ্রের বিরুদ্ধেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584