নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কালচিনি মডেল হাইস্কুল থেকে হ্যামিলন্টনগঞ্জ রবীন্দ্রনগড় অবধি পাকা সড়ক নির্মাণ হচ্ছে,এতে খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়া মহল।হ্যামিলন্টনগঞ্জ রবীন্দ্রনগড় থেকে কালচিনি মডেল হাই স্কুল অবধি যে রাস্তাটি রয়েছে সেটি ছিল কাঁচা,যার ফলে সমস্যায় পড়তে হত লতাবাড়ি এলাকার বাসিন্দাদের বিশেষ করে স্কুলপড়ুয়াদের খুবই সমস্যা হত।
এতদিন এই কাঁচা রাস্তা দিয়ে লতাবাড়ি হাইস্কুল,কালচিনি মডেল স্কুল ও ডীমা নেপালি হাই স্কুলের ছাত্রছাত্রীদের চলাচল করতে হত।ধুলোয় স্কুল পড়ুয়াদের খুব সমস্যা হত।স্কুল পড়ুয়ারা জানায়,বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই দুষ্কর হয়ে পড়তো।খুব সমস্যা মধ্য দিয়ে তাদের স্কুল যেতে হত।রাস্তাটি তৈরি হবার কাজ শুরু হবার ফলে বেজায় খুশি স্কুল পড়ুয়ারা।সম্প্রতি চার কিমি এই রাস্তা নির্মাণের কাজ শুরু হবার ফলে খুশির হাওয়া এলাকায়। এলাকার বাসিন্দারা জানান,আগের বাম সরকার এই রাস্তাটি বানানো জন্য কোনো পদক্ষেপ নেয়নি।
নতুন সরকার এই রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেছে এখন আর আমাদের আর সমস্যা পড়তে হবেনা।কেননা এতদিন এই এলাকাটা ধূলোর রাজ্যে পরিণত হয়েছিল রাস্তাটি।রাস্তাটি নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584