নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
খড়ের গাদা থেকে উদ্ধার হয়েছিল একটি গোখরো সাপ ও ৪০ টি বাচ্চা। তবে বিষধর সাপের আতঙ্কের হাত থেকে রেহাই পেতে গোখরো সহ তার বাচ্চাদের পিটিয়ে মেরে ফেলেছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাঙ্গিলা গ্রামের একটি আম বাগানের মধ্যে খড়ের গাদা থেকে উদ্ধার হয় বিষধর গোখরো সাপটি।
এরপর একে একে বেরিয়ে আসে গোখরো সাপের প্রায় ৪০টি বাচ্চা। এমনকি উদ্ধার হয় আরও ১৫ টি সাপের ডিম। কিন্তু গ্রামবাসীরা আতঙ্কের কারণেই লাঠি , বাঁশ দিয়ে এই সাপগুলোকে পিটিয়ে মারে বলে অভিযোগ। এই ঘটনার পরেই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।
আরও পড়ুনঃ এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানায় করোনা হানা, আক্রান্ত ওসি সহ ৫ জন পুলিশকর্মী
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিলা গ্রামে। গ্রামবাসীদের বক্তব্য, বাগানের মধ্যে একটি খড়ের গাদা ছিল।
সেখানেই কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন । তখনই এই সাপগুলি উদ্ধার হয়। যেহেতু এই বাগানে গ্রামেরই কচিকাচারা খেলাধুলা করে, তাই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আতঙ্কের জেরে কিছু মানুষ ওই সাপগুলোকে মেরে ফেলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584