প্রশাসন উদাসীন! নিজেদের উদ্যোগেই চন্দ্রকোনায় বাঁশের সাঁকো নির্মাণ

0
82

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বারবার প্রশাসনকে জানিয়েও যাতায়াতের জন্য সেতু নির্মাণ না হওয়ায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে তৈরি করল বাঁশের সাঁকো।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের খুড়শী এলাকায় কেঠিয়া খালের উপর তৈরি করা হল বাঁশের সাঁকো।

bamboo bridge | newsfront.co
গ্রামবাসীদের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো ৷ নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের দাবি চন্দ্রকোনা ১ ও ২ নং ব্লকের মধ্যে সংযোগকারী খুড়শি গ্রামের বাঁশের সাঁকোটি, প্রতিবছর বর্ষা আসলে তা স্রোতে ভেঙে যায়, ফলে যাতায়াতের জন্য সমস্যায় ভুগতে হয় গ্রামবাসীদের ৷তাই এই সমস্যা থেকে মুক্তি সাধনের জন্য গ্রামবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে বাঁশের সাঁকোটি তৈরি করে ।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বালুরঘাটে বাংলাদেশী-সহ চোর সন্দেহে ধৃত ৩

জানা গিয়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এই বাঁশের তৈরি সাঁকোটি ৷নিজেদের উদ্যোগে গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর উদ্যোগ নিলে , অবশেষে স্থানীয় তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীদের সঙ্গে হাত লাগায় এই বাঁশের সাঁকো তৈরীর কাজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here