নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গ্রিন জ়োনের তকমা মুছে গিয়েছে উত্তর দিনাজপুরের। রায়গঞ্জ ও হেমতাবাদ থেকে মোট ৩ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে । এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়ায় রায়গঞ্জে। রায়গঞ্জের ২০ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনির বাসিন্দারা তাঁদের এলাকায় ঢোকার রাস্তা বাঁশ দিয়ে আটকে দিয়েছেন।

এলাকার বাইরের লোকেদের প্রবেশ রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।রায়গঞ্জের দু’জন এবং হেমতাবাদের একজনের লালারস পরীক্ষার নমুনা পরীক্ষায় করোনা পজ়িটিভ ধরা পড়েছে। শনিবার সকালে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে।
আরও পড়ুনঃ আরো ৩ জন করোনা আক্রান্ত হরিশ্চন্দ্রপুরে
বিষয়টি জানাজানি হতেই রায়গঞ্জের ২০ নম্বর ওয়ার্ড ইন্দিরা কলোনি এলাকায় স্থানীয়রা কলোনিতে ঢোকার রাস্তা শনিবার রাতেই বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেন। স্থানীয়রা জানিয়েছেন, ‘এলাকাকে সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা। এখন বাইরের কাউকে পাড়ায় ঢুকতে দেওয়া হবে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584