গ্রামে বহিরাগত প্রবেশের জন্য রাস্তায় বাঁশের ব্যারিকেড

0
164

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

লকডাউন চলাকালীন গ্রামের মানুষ যাতে বাইরে না যেতে পারে এবং বাইরের এলাকার কেউ যাতে গ্রামে ঢুকতে না পারে সেজন্য গ্রামের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। এই লকডাউনের জেরে আউসগ্রাম এবং গলসির বেশ কয়েকটি গ্রামে এমনই চিত্র দেখা যাচ্ছে।

barricade | newsfront.co
রাস্তায় বাঁশের ব্যারিকেড। নিজস্ব চিত্র

আউসগ্রাম ১ ব্লকের পঞ্চায়েতের হামিরপুর গ্রামের বাসিন্দাদের একাংশ, এই করোনা মোকাবিলায় গ্রামে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে রাশ টেনেছে। সেই জন্যই এলাকার যুবকেরা তৈরি করেছেন বাঁশের ব্যারিকেড।

আরও পড়ুনঃ জলঙ্গিতে লকডাউনকে উপেক্ষা জনসাধারণের, আটক ৪৫

একই ছবি দেখা গেল আউসগ্রাম ২ ব্লকের কলাইঝুঁটির গ্রামেও। সেখানেও গ্রামে ঢোকার মুখে ক্লাবের ছেলেরা নিয়মিত পাহারা দিচ্ছে। যাতে কেউ গ্রামে প্রবেশ করতে না পারে। যদিও যুবকদের বক্তব্য, “নির্দিষ্ট কোনও প্রয়োজন ছাড়া, গ্রামের বাসিন্দারা বেরোতে পারেন না”।

পাশাপাশি গলসি ২ ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামে ঢোকার প্রধান রাস্তাতেও আড়াআড়ি ভাবে রেখে দেওয়া হয়েছে বাঁশ। আবার এখানের যুবকরা বলছেন, “শুধু পথ আটকানো নয়, এতদিন যাঁরা কাজের সূত্রে বিভিন্ন রাজ্যে থাকতেন গ্রামে ফেরার পরে, তাঁদের বলে দেওয়া হয়েছে চোদ্দ দিন যেন বাড়ি থেকে না বের হয়।”

আরও পড়ুনঃ ভিড় এড়াতে টায়ার দিয়ে নির্দিষ্ট জায়গা চিহ্নিত দোকানে

যুবকদের এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ দিচ্ছেন গ্রামের অনেকেই। তবে তাঁরা বলছেন, গ্রামের সব মানুষই যদি সচেতন হয়। তাহলে করোনা ভাইরাসকে আটকানো যাবে। যদিও আউসগ্রাম ১ ব্লকের বিডিও চিত্তজিৎ বসু বলেন, “বাইরে থেকে কেউ গ্রামে এলে প্রশাসনকে জানানো উচিত। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে”। পাশাপাশি এই ভাবে রাস্তা আটকে রাখা বেআইনি বলে তিনি মন্তব্য করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here