মৃত হাতির স্মৃতিতে নেপুরাতে পুজো

0
60

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কনকাবতী অঞ্চলের নেপুরা গ্রামের মাঠে একটি বন্ধ ইট ভাটার সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছর আগে একসঙ্গে তিনটি হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকে সেখানে হাতির স্মৃতিতে শুরু হয় হাতি ঠাকুর পুজোর আয়োজন।

puja | newsfront.co
পুজোর আয়োজন ৷ নিজস্ব চিত্র

তিনটি হাতি ঠাকুরের মূর্তি তৈরি করে নিয়ম মেনে পুরোহিত দিয়ে হাতি ঠাকুরের পুজোর আয়োজন করে গ্রামবাসীরা ।এবছর করোনা পরিস্থিতির জন্য নিয়ম-নীতি মেনে তৃতীয় বর্ষ হাতি ঠাকুর পুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়।

elephant death | newsfront.co
মৃত হাতি ৷ ফাইল চিত্র

ওই এলাকায় প্রতিনিয়ত হাতির দল এসে এলাকায় ফসলের ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করে । তা সত্ত্বেও এলাকার বাসিন্দারা হাতিকে দেবতারূপে পুজো করেন ।তাই একসঙ্গে তিনটি হাতির মৃত্যু গ্রামবাসীরা কোন মতেই মেনে নিতে পারেনি। যা নিয়ে সেই সময় অনেক জল ঘোলা হয়েছিল ।

আরও পড়ুনঃ ফালাকাটায় আদিবাসী মেলার সূচনা

বনদপ্তর অভিযোগ করেছিল বিদ্যুৎ দপ্তরের জন্য ওই তিনটি হাতির মৃত্যু হয়েছিল। কিন্তু সেসব নিয়ে গ্রামবাসীরা মাথা ঘামাতে রাজি নয়। গ্রামবাসীদের বক্তব্য জঙ্গলে হাতির দল যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য বনদফতর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক।

তাহলে হাতির মৃত্যুর ঘটনা কম হবে। তাই নিষ্ঠা সহকারে বৃহস্পতিবার তৃতীয় বর্ষ হাতি ঠাকুর পুজোর আয়োজন করা হয় নেপুরা গ্রামবাসীদের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here