নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার গুড়গুড়ি পালের জঙ্গলে রয়েছে প্রায় ৩৩ টি হাতি। অপরদিকে গুড়গুড়িপাল জঙ্গল থেকে কিছুটা দূরে আমঝর্ণার জঙ্গলে ১৭ টি হাতি রয়েছে। ওই হাতির দল গোটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।
আরও পড়ুনঃ কৃষি বিল বাতিলের দাবিতে ভগবানগোলায় বামেদের পথ অবরোধ
মাঠের ধান চাষ মাঠেই নষ্ট হতে বসেছে। হাতির হামলার আশঙ্কায় সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বের হতে পারেনা। সেই সঙ্গে যেভাবে প্রায় ৫০ টি দাঁতাল হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, তাতে যে কোন সময় অঘটন ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
সন্ধ্যে হলেই গ্রামে ঢুকে যায় হাতির দল। তাই গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় রীতিমতো আতঙ্কের মধ্যে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। গ্রামবাসীদের আরও আশঙ্কা ওই দুটি হাতির দল যদি একসঙ্গে হামলা চালায় তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি করবে। হাতি গুলি ফসলের ও ঘর বাড়িরও ক্ষতি করবে।
আরও পড়ুনঃ আইপিএলের শুরুতেই কলকাতায় বড় বেটিং চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৯
তাই হাতি গুলিকে দ্রুত অন্যত্র পাঠানোর জন্য বন দফতরের কাছে আবেদন করেছেন এলাকার বাসিন্দারা। প্রতিদিন হাতির দল কখনও রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে, কখনও আবার মাঠে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, আবার কখনও লোকালয়ে ঢুকে পড়ছে।
তাই হাতি নিয়ে চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা। একদিকে করোনা অন্যদিকে হাতি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা। তাই হাতি তাড়ানোর জন্য তারা একজোট হয়ে ছুটে যাচ্ছেন। কিন্তু বন দফতর এলাকার বাসিন্দাদের হাতিকে উত্তপ্ত করতে নিষেধ করেছে, সেই সঙ্গে হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলে জানান, এছাড়াও জঙ্গল এলাকার গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই হাতির দলে কয়েকটি বাচ্চা হাতি রয়েছে,তাই ওই এলাকা থেকে হাতি গুলি সরছে না বলে বন দফতরের এক কর্মী জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584