অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ঝাড়গ্রামে

0
51

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক ছড়াল। তবে সেই বাঘের আতঙ্ক দূর করলেন ঝাড়গ্রামের ডিএফও বসবরাজ হোলেয়াচি। তিনি এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন,‘‘অহেতুক আতঙ্কের কিছু নেই। ওগুলো নেকড়ের পায়ের ছাপ।

animal footprint | newsfront.co
অজানা জন্তুর পায়ের ছাপ। নিজস্ব চিত্র

ঝাড়গ্রামের জঙ্গলে অনেক নেকড়ে আছে। প্রায়ই তারা রাতের দিকে জঙ্গলরাস্তায় ঘুরে বেড়ায়। বৃষ্টির জন্য মাটি নরম থাকায় পায়ের ছাপ গুলি পড়েছিল।’’

আরও পড়ুনঃ এক মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় পাকড়াও স্বঘোষিত সমাজসেবী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ায় ঝাড়গ্রাম শহরের উইপকন্ঠের ডিয়ার পার্কের জঙ্গলে। বুধবার ঝাড়গ্রামের নতুন পুলিশ লাইনের পিছনের জঙ্গলরাস্তায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন বাসিন্দা একটি নালার ধারে নরম কাদা মাটিতে অনেকগুলি পায়ের ছাপ দেখতে পান।

footprint | newsfront.co
নিজস্ব চিত্র

ডিয়ার পার্ক লাগোয়া কৃষ্ণনগর মৌজার জঙ্গলরাস্তার নরম মাটিতেও এ রকম আরও পায়ের ছাপ পাওয়া যায়। ওই পায়ের ছাপগুলি বাঘের বলে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে পায়ের ছাপগুলি পরীক্ষা করেন। পায়ের ছাপ মেল করে পাঠানো হয় কলকাতার বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। খুঁটিয়ে পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়ে দেন, সেগুলি নেকড়ের পায়ের ছাপ।

আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজের সহকারী সুপার পরপর দু’বার করোনা আক্রান্ত, সতর্কবার্তা চিকিৎসকদের

ঝাড়গ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক অস্বাভাবিক কিছুই নয়। ২০১৮ সালে লালগড়ের জঙ্গলে প্রথমে বাঘের পায়ের ছাপের আতঙ্ক ছড়িয়েছিল।

তারপরে অবশ্য লালগড়ের জঙ্গলে বাঘ দেখা যায়। এই বছরই বেলপাহাড়ি ব্লকের বিনপুর থানার অন্তর্গত মালাবতী জঙ্গলে ফের বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে বাঘ বিশেষজ্ঞরা এসেছিল। মালাবতীর জঙ্গলে বসানো হয়েছিল দুটি খাঁচা। অবশেষে বনদফতর দাবি করে অজানা জন্তুটি বাঘ হয়ে থাকলে ঝাড়খন্ড রাজ্যে চলে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here