শালবনিতে এলাকা দখলের লড়াই দুই দাঁতাল হাতির, আতঙ্কিত বাসিন্দারা

0
75

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লক, শালবনি ব্লক, গড়বেতা ১,২,৩ ব্লকে হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত যেভাবে দুটি দাঁতাল হাতি এলাকা দখলের জন্য নিজেদের মধ্য লড়াই করল তা দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা।

elephant | newsfront.co
নিজস্ব চিত্র

দুটি হাতির লড়াই -এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছেন। মঙ্গলবার রাতে ওই দুটি দাঁতাল হাতির গর্জনে গ্রামবাসীরা কেউ ঘুমোতে পারেনি। গ্রামবাসীদের অনুমান, লড়াই করতে করতে যদি দাঁতাল হাতি দুটি গ্রামে ঢুকে পড়ে তাহলে ব্যাপক তাণ্ডব চালাবে। তাই বুধবার গ্রামবাসীরা দূর থেকে দুটি হাতির লড়াই দেখছে।

আরও পড়ুনঃ কোলাঘাটে রক্তদান শিবির

খবর পেয়ে বুধবার শালবনি থানার জামিরগোট গ্রামে গিয়ে হাতি দুটিকে কী ভাবে আলাদা করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছেন বনদফতরের আধিকারিকরা। তবে ওই দুটি দাঁতাল হাতি ছাড়াও ওই এলাকায় আরও ৭ টি হাতি রয়েছে বলে এলাকার বাসিন্দারা জানান। সেই হাতি গুলি প্রতিদিন মাঠে গিয়ে ধান চাষের ক্ষতি করছে। কখনও আবার হাতি গুলি লোকালয়ে ঢুকে বাড়িঘরের ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। তারা বলেন যেভাবে হাতি গুলি ফসলের ক্ষতি করছে তাতে এবছর মাঠ থেকে ফসল ঘরে তোলা সম্ভব হবে না।

আরও পড়ুনঃ দাবি না মানায় মিছিল, তমলুক পুরসভা কর্মচারী ইউনিয়ন আইএনটিটিইউসি -র

তাই হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন জামিরগোট গ্রামের বাসিন্দারা। শালবনি ব্লকের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পেডুয়াবাদ এলাকায় একটি দল ছুট দাঁতাল হাতি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীরা জানান।

ওই দল ছুট হাতি টি মাঠে গিয়ে যেমন ফসলের ক্ষতি করছে তেমনি পথচলতি গাড়ির উপরেও হামলা শুরু করেছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি বন দফতরকে গ্রামবাসীরা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here