রাস্তায় আলু ফেলে বিক্ষোভে গ্রামবাসীরা

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

আইসিডিএস সেন্টার থেকে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

আইসিডিএস সেন্টার থেকে পচা আলু, পোকা ধরা চাল দেওয়া হচ্ছে সেই অভিযোগে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাউয়ামারী-২ গ্রামের আইসিডিএস সেণ্টারে।

villagers protest for low quality food in malda | newsfront.co
নিজস্ব চিত্র

সকাল থেকেই ওই সেন্টারে শিশুদের চাল আলু বিলি হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ‘ওই সেন্টার থেকে যে চাল দেওয়া হচ্ছিল তা ছিল পোকা ধরা এবং আলু ছিল পচা।

আরও পড়ুনঃ সিল করা হল গড়বেতার স্টেশন পাড়া এলাকার একাংশ

সেজন্য আমরা বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছি।’ স্থানীয় বাসিন্দা রিজিয়া বিবি জানান, ‘সেন্টার থেকে প্রতিবার কম চাল দেওয়া হচ্ছে। আলু পচা দেওয়া হচ্ছে।’

আরেক বাসিন্দা সোহেল আলী জানান, ‘শুধু পচা আলু দেওয়ার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। কোনো সময়ে সেন্টারে ঠিকঠাক খাবার দেওয়া হয় না। বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here