সীমা পুরকায়েত, দক্ষিণ ২৪ পরগনাঃ
নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা।
দীর্ঘদিন কংক্রিটের রাস্তা তৈরির দাবি করে আসছে বাসিন্দারা। ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রথমেই বলা হয় ডায়মন্ডহারবার দু নম্বর ব্লকের পাতড়া গ্রাম পঞ্চায়েত থেকে হাজীর মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার করা হবে পিচের রাস্তা। সময় চলে গেলেও রাস্তা তৈরির কাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যায়।
শেষমেষ জেলা পরিষদ পিচের রাস্তার পরিবর্তে কংক্রিটের রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয়। মেনে নেন গ্রামবাসীরা। ১০ ইঞ্চি ঢালাই দিয়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কোথায় কী। গ্রামবাসীদের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল তিন কিলোমিটার রাস্তা।
আরও পড়ুনঃ অমানবিকতার নিদর্শন, অসুস্থ বৃদ্ধকে বাড়ির সামনে ফেলে চম্পট দিল অ্যাম্বুলেন্স
যার প্রতিবাদে সরব হয়েছেন গ্রামবাসীরা। কিন্তু কোনভাবেই কন্ট্রাক্টর থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান মনসুর দপ্তরী, উপপ্রধান হাসানুর জামান কর্ণপাত না করায় স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভের সঞ্চার তৈরি হয়।আজ রাস্তার কাজ শুরু হতেই গ্রামবাসীরা বাধা দেয় ।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা করতে গেলে ভাল জিনিস নির্মাণ করতে হবে। অন্যথায় এই রাস্তা করা যাবে না। গ্রামবাসীদের সঙ্গে কন্ট্রাক্টার বচসা বাধে। বহিরাগতদের নিয়ে গ্রামের মহিলাদের উপরে চড়াও হন তিনি। গ্রামবাসীদের সঙ্গে কন্ট্রাক্টার, পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় শতাধিক গ্রামবাসী ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে একটি অভিযোগপত্র জমা দেন ডায়মন্ডহারবার দু নম্বর ব্লকের বিডিওর কাছে ।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে চলছে চাল পাচার, গ্রেফতার ৩
বাসিন্দাদের একটাই দাবি, রাস্তা নির্মাণ করতে গিয়ে রাস্তার দু’ধারে একাধিক দোকান বহু গাছ কাটা হয়েছে ।অথচ যে কাজ হওয়ার কথা সেই কাজ না হওয়ার কারনে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের বিডিও।
বিষয়টি জেলাশাসকের সঙ্গে কথা বলে তিনি সম্পূর্ণ জানাবেন বলে দাবি করেছেন।লকডাউনের জেরে বন্ধ হয়ে পড়েছিল তিন কিলোমিটার জেলা পরিষদে রাস্তা তৈরির কাজ। কিন্তু লকডাউন এরপর কাজ শুরু হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা পুরোপুরি বন্ধ করে দেয় রাস্তার কাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584